আনলিমিটেড হোস্টিং প্যাকেজ বলতে বুঝায় আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইটে যথেষ্ট পরিমাণ জায়গা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটা আপনার জন্য যথেস্ট পরিমাণ ডিস্ক স্পেস দেবে, যথেস্ট পরিমাণ ব্যান্ডউ্ইথ ‌দেবে, আপনার ওয়েবসাইট সম্পর্কিত ফাইল আপলোড করার জন্য কোন লিমিট নির্ধারণ করে দেবে না এবং ওয়েবসাইটে আপনি ইচ্ছা মত জায়গা ব্যবহার করতে পারবেন। কিন্তু বাস্তব অর্থে কি এটা কখনও সম্ভব? কারণ পৃথিবীতে সবকিছুর একটা নির্দিস্ট সীমা নির্ধারণ করা থাকে। এটি হচ্ছে কোম্পনীর একটি বিক্রয় নীতি। এক্ষেত্রে আপনাকে কিছু সীমাবদ্ধতা মানতে হবে।তাই হোস্টিং নেওয়ার আগে ভাল ভাবে জানতে হবে আপনি কতটুকু আনলিমিটেড সুবিধা পাবেন।  বরতমানে প্রায় সব কোম্পানীই এই সুবিধা চালু করেছে। আর এই আনলিমিটেড কথাটা শুনে কাস্টমারও বেশ খুশি হয়ে থাকেন।

আসলে আনলিমিটেড প্যাকেজ কোন একটা বিশেষ দিক থেকে আপনাকে সুবিধা প্রদান করে থাকে। এটা আপনাকে আনলিমিটেড সুবিধা দেবে, তবে শুধুমাত্র ওয়েব সাইট সর্ম্পিত ফাইল অপলোড করার জন্য কিন্তু মাল্টিমিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে একটা সীমা নির্ধারণ করে দেবে। যেমন পরন, ওয়ারস, টরেন্ট, ‌র‌্যাপিড, লীচ, পিটিসি, নালড ইত্যাদি স্ক্রিপ্ট গুলো আপনি সার্ভারে রান করাতে পারবেন না। আবার ফাইল শেয়ার করার ক্ষেত্রেও আপনাকে বাধা নিষেধ মানতে হবে। বড় বড় কোম্পানি গুলোর যথেস্ট পরিমাণ  সার্ভার স্পেস ও ব্যান্ডউইথ থাকে। যার কারণে, কোম্পানি গুলো প্রথমে আপনার চাহিদা সম্পর্কে জানতে চায় এবং দেখা যায় বেশীরভাগ কাস্টমারের চাহিদা খুব সীমিতি এবং মাল্টিমিডিয়ারও তেমন কোন ব্যবহার নেই। সেসব ক্ষেত্রে কোম্পানী আনলিমিটেড প্যাকেজ অফার করে থাকে। আবার অনেক কাস্টমার ছোট ছোট প্যাকেজ নিতে চায় (যেমন ধরুন ২.৫জিবি, ৫জিবি, ৫০০এমবি, ১০০০এমবি) আর এভাবে ভিন্ন ভিন্ন মাপের চাহিদা পূরণ করাও কোম্পানির জন্য একটা সমস্যা। সুতরাং যারা  নতুন ওয়েবসাইট তৈরী করছেন এবং সাইটের আপলোড ও ট্রাফিক কম তাদের জন্য আনলিমিটেড হোস্টিং বেশ উপকারী। Hostholder.com দীর্ঘদিন যাবত আনলিমিটেড হোস্টিং সুবিধা দিয়ে আসছে। খুবই স্বল্প মূল্যে ভাল মানের হোস্টিং সরবরাহ করছে 24/7 সাপোর্ট সহ।