বর্তমান হোস্টিং এ শেয়ারড, ডেডিকেটেড ও VPS সার্ভারের ব্যবহার বেশী দেখা যায়। তবে এদের মধ্যে উচ্চ সুবিধা প্রদানকারী সার্ভার হল ডেডিকেটেড সার্ভার। যখন একটি কম্পিউটারকে পুরাটাই সার্ভার হিসেবে বব্যহার করা হয় বা একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য হোস্টিং করা হয় তখন তাকে ডেডিকেটেড হোস্টিং বলে। সাধারণত হাই ট্রাফিকের জন্য ডেডিকেটেড সার্ভার ব্যবহার করা হয়। ডেডিকেটেড হোস্টিং ব্যবহারকারীরা নিজস্ব নিয়ণ্ত্রন নিশ্চিত করে এবং এটি anti-virus ও firewall configurations এর ক্ষেত্রে উচ্চতর নিরাপত্তা প্রদান করে। বর্তমানে Hostholder.com এর ডেডিকেটেড সার্ভার স্বল্প মূল্যে অধিক ক্ষমতা সম্পন্ন ডেডিকেটেড সার্ভার। যেটি আপনার ওয়েবসাইটের জন্য অধিক ট্রাফিক, নিরাপত্তা, আনলিমিটেড ইমেইল একাউন্ট, সিপ্যানেল ইত্যাদি সুবিধা নিশ্চিত করে।