সহজ কথায় ভার্চুয়াল ডেডিকেটেড সার্ভার হল ডেডিকেটেড সার্ভারের একটি অংশ।  যখন একটি ডেডিকেটেড সার্ভারকে কয়েকটি অংশে ভাগ করে দেওয়া হয় তখন এর প্রত্যেকটি অংশ স্বাধীন সার্ভার হিসেবে কাজ করতে পারে এবং তখন এই প্রতিটি স্বাধীন সার্ভারকে বলা হচ্ছে ভার্চুয়াল ডেডিকেটেড সার্ভার বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার(VPS)। ডেডিকেটেড সার্ভারের ন্যায় এই সার্ভারেও ব্যবহারকারীর নিজস্ব নিয়ন্ত্রন বজায় থাকে। তবে ভার্চুয়াল ডেডিকেটেড সার্ভারে যেহেতু একটি হার্ডওয়ারকে কয়েকজন ইউজার ভাগ করে ইউজ করে সেহেতু এটির তুলনায় ডেডিকেটেড সার্ভারের পারফর্মেন্স ফিজিক্যালি  ভাল হয়ে থাকবে। আবার শেয়ারড হোস্টিং এ ও সার্ভার ভাগ করে ইউজ করা হয় কিন্তু সেখানে অসংখ্য ব্যবহারকারী থাকে আর ডেডিকেটেড সার্ভারের ক্ষেত্রে মাত্র কয়েকজন ইউজার একসাথে সার্ভার ইউজ করে। অন্যদিকে ডেডিকেটেড সার্ভারের তুলনায় ভার্চুয়াল ডেডিকেটেড সার্ভার দামেও সস্তা।  মূলত যাদের ডেডিকেটেড সার্ভার থেকে প্রয়োজনটা একটু কম তাদের জন্যই এই ভার্চুয়াল ডেডিকেটেড সার্ভার। Hostholder.com সুলভ মূল্যে ভার্চুয়াল ডেডিকেটেড সার্ভার সেবা দিয়ে আসছে। যার মাধ্যমে আপনি সর্বোচ্চ চাহিদা অনুযায়ী আপনার ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।