একটি ওয়েবসাইট তৈরীর পর প্রয়োজন হয় সেটিকে হো্স্টিং করানোর। ম্যানেজড হোস্টিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে হোস্টিং কোম্পানী আপনার হয়ে আপনার সাইটের জন্য সবকিছু রেডী করে দেবে কিন্তু তার জন্য কোম্পানীকে একটি নির্দিষ্ট পরিমাণ ফী প্রদান করতে হবে। এটি মূলত ডেডিকেটেড সার্ভারের জন্য প্রযোজ্য। যেখানে আপনি একটি স্বাধীন সার্ভার ব্যবহার করার সুযোগ পাবেন এবং সার্ভারের সকল সমস্যা সমাধানের দায়িত্ব থাকবে কোম্পানীর। তবে শেয়ারড হোস্টিং এ ও আপনি এই সুবিধা পাবেন। আপনি ইচ্ছা করলে নিজেই নিজের ওয়েবসাইট সম্পর্কিত সকল কাজ করতে পারেন। তবে আপনি যদি ওয়েব সাইটের কাজ ঠিক মত না জানেন তাহলে কোম্পানী থেকে সাহায্য নিতে পারেন। Hostholder.com তার ক্লাইন্টদের জন্য বিশ্বস্থতার সাথে এই ম্যানেজড হোস্টিং সেবা দিয়ে আসছে। যার ফলে আপনার ব্যান্ডউইথ চাহিদা, সার্ভার স্পেস, হার্ডওয়্যার ও সফটওয়্যার ইত্যাদি খুব স্বল্প মূল্যে পাবেন যেটি আপনার জন্য অনেক সাশ্রয়ী হবে। সুতরাং একটি ভাল মানের ম্যানেজড হোস্টিং আপনার সাইটকে সঠিক ভাবে সেট-আপ করার নিশ্চয়তা প্রদান করে।